সিনিয়র রিপোর্টার আব্দুর রাজ্জাক।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার নারাইচ গ্রামের ব্রীজের উত্তর পার্শ্বে সরস্বতী মন্ডপে বিশৃঙ্খলা সৃষ্টি ও মারপিটের ঘটনা ঘটে।
ঘটনার সময় স্থানীয় লোকজন ৫ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
আটককৃতরা হলেন, উপজেলার হাটনাইয়া গ্রামের ১/ সজলু মিয়ার ছেলে অনন মিয়া (১৬) ২/কুদ্দুস উদ্দিনের ছেলে মোঃ নিশাত (১৪) ৩/ সাজমুল ইসলামের ছেলে মারুফ মিয়া (১৭)৪/মিজানুর রহমানের ছেলে সাবিকুল মিয়া (১৬)৫/মৃত শাহাবুদ্দিনের ছেলে এস এম মুন্না খান (১৬)
বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি অ্যাড রবীন্দ্র ঘোষ সোনার বাংলা নিউজ এর রিপোর্টার কে জানান যে, রুবেল সরকারসহ স্থানীয় লোকজন বি ডি এম ডাব্লু কে জানান, উপজেলার নারাইচ ব্রীজের উত্তর পার্শ্বে কাপড় দ্বারা অস্থায়ীভাবে মন্ডপ নির্মাণ করিয়া সরস্বতী পূজা করেন। তাদের সরস্বতী পূজা গত(২৬ জানোয়ারি ২০২৩) দুপুর অনুমান ০২.০০ ঘটিকার সময় শেষ হয়। উক্ত তারিখ রাত্র ০৭.০০ সময় হইতে উক্ত সরস্বতী পূজাকে উপলক্ষ্য করিয়া উল্লেখিত মন্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠান চলিতে থাকে। উক্ত অনুষ্ঠান চলমান অবস্থায় বিবাদীগণ মন্ডপে অনধিকারে প্রবেশ করিয়া মন্ডপের পবিত্রতা নষ্ট করে ও প্রকাশ্যে ধুমপান করিতে থাকে। ঐ সময় মন্ডপে থাকা জৈনক হৃদয় বিশ্বাস বিবাদীদের কে মন্ডপ হইতে বের হইয়া ধুমপান করার জন্য অনুরোধ করিলে। ইহাতে বিবাদীরা উত্তেজিত হইয়া হৃদয় কে হুমকি ও ভয়-ভীতি প্রদর্শন করিতে থাকে। তখন জৈনক শাওন বিশ্বাস আগাইয়া আসিয়া তাহাদেরকে প্রতিবাদ করিলে তাহারা এলোপাথারীভাবে হৃদয় ও শাওন কে মারপিট করিতে থাকে। এমন সময় মন্ডপে থাকা দর্শনার্থী ও আশেপাশে থাকা লোকজন আগাইয়া আসিয়া তাহাদেরকে নিবৃত করার চেষ্টাকালে উভয় পক্ষের মধ্যে ধস্তাধত্তির সৃষ্টি হয়। এরই এক পর্যায়ে উল্লেখিত সকল বিবাদীগণ সরস্বতী মূর্তির দিকে ধাবিত হইয়া ঘটনাস্থল ত্যাগ করার জন্য দৌড়াইয়া বাহির হইতে গেলে বিবানীদের ঠেলা ধাক্কায় সরস্বতী। মূর্তির ডান হাতের কড়ির অংশ ভাঙ্গিয়া মূর্তির মধ্যে থাকা প্লাস্টিকের সুতলি দ্বারা মূর্তির সাথে ঝুলিয়া থাকে, সরস্বতী মূর্তির মাথায় থাকা কাগজের তৈরী কপালী(মুকুট) খুলে মাটিতে পড়িয়া যায় এবং সরস্বতী মূর্তির বাহন হাঁসের ঘাড় ফেটে ক্ষতিগ্রস্থ হয়। তাৎক্ষনিক স্থানীয় লোকজন ও দর্শনার্থীগণ মিলে উল্লেখিত বিবাদীদেরকে পালাইয়া যাওয়ার চেষ্টাকালে আটক করিয়া থানা পুলিশকে সংবাদ দেয়। পরবর্তীতে আদর্শনগর পুলিশ তদন্ত কেন্দ্র ও থানা হইতে অফিসার ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হইলে আটককৃতদের কে পুলিশের নিকট সোপর্দ করেন। তখন পুলিশ আটককৃতদের থানায় নিয়া যায়।
এবিষয়ে মোহনগঞ্জ থানায়, সুধীন্দ্র সরকারের ছেলে রুবেল সরকার বাদী হয়ে ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
বিবাদীরা হল, উপজেলার হাটনাইয়া গ্রামের ১/ সজলু মিয়ার ছেলে অনন মিয়া (১৬) ২/কুদ্দুস উদ্দিনের ছেলে মোঃ নিশাত (১৪) ৩/ সাজমুল ইসলামের ছেলে মারুফ মিয়া (১৭)৪/মিজানুর রহমানের ছেলে সাবিকুল মিয়া (১৬)৫/মৃত শাহাবুদ্দিনের ছেলে এস এম মুন্না খান (১৬) ৬/ মৃত রবি মিয়ার ছেলে মোঃ অপু মিয়া (১৫)।
ঘটনার বিষয়ে বি ডি এম ডাব্লুর সভাপতি মোহনগঞ্জ থানার ওসি সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ঘটনার বিষয় নিশ্চিত করেন এবং আটক কৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন বলে জানান।