সুজন চক্রবর্তী, আসাম ( ভারত): সোশ্যাল মিডিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফলোয়ার দেখলে বুঝা যায় যে জনপ্রিয়তায় বিনোদন জগতের তারকাদের ও পিছনে ফেলেন তিনি। মর্নিং কনসাল্ট নামের এক মার্কিন সংস্থা জানাল, বিশ্বের সব থেকে জনপ্রিয় রাষ্ট্রনেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একটি সমীক্ষায় সবচেয়ে বেশি ৭৮ শতাংশ সমর্থন পেয়ে বিশ্বের জনপ্রিয়তম রাষ্ট্রনেতার খেতাব পেলেন মোদি। পিছনে ফেললেন বিভিন্ন দেশের তাবড় তাবড় রাষ্ট্রনেতাদের। মর্নিং কনসাল্ট গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল সমীক্ষা চালায় চলিত বছরের জানুয়ারি ২৬ থেকে ৩১ অবধি।
বিশ্বের ২২ রাষ্টনেতার উপর এই সমীক্ষা চালানো হয়। পছন্দের রাষ্ট্রনেতাদের নিয়ে প্রশ্ন করা হয় প্রাপ্তবয়স্ক এবং শিক্ষিত নাগরিকদের। যাতে মাত্র ৪০ শতাংশ সমর্থন পেয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। সপ্তমস্থানে রয়েছেন তিনি। উল্লেখ্য, মর্নিং কনসাল্টের সমীক্ষায় গত বছরেও সব থেকে জনপ্রিয় নেতা নির্বাচিত হয়েছিলেন মোদি। এ বছর ও সেই স্থানে ধরে রাখলেন তিনি। ৬৮ শতাংশ সমর্থন পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাডর। তৃতীয় স্থানে সুইজারল্যান্ডের রাষ্ট্রনেতা অ্যালাইন বেরেসট। চতুর্থ অস্ট্রেলিয়ার অ্যান্টনি আলবানেসে এবং পঞ্চম ব্রাজিলের লুলা দ্য সিলভা। ষষ্ঠ স্থানে রয়েছেন ইটালির জিওর্গিয়া মেলোনি।
আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন স্থান পেয়েছেন সপ্তম স্থান। যদিও দেশে গেরুয়া রাজনীতি নিয়ে মোদির বিরুদ্ধে অভিযোগ রয়েছে একাংশের। তারপরে ও যে জনপ্রিয়তার ভাটা পড়েনি, তারই প্রমাণ মর্নিং কনসাল্টের সাম্প্রতিক সমীক্ষা।