সিনিয়র রিপোর্টার আব্দুর রাজ্জাক।
দিনাজপুরের ঘোড়াঘাটে বারোপাকারগড়ে জমি নিয়ে বিরোধের জেরে আজ (৪ ফেব্রুয়ারি ২০২৩) শনিবার সকাল অনুমান ০৮.৩০ মিনিটে সময় এঘটনা ঘটেছে বলে জানা যায়।
এলাকা সুত্রে জানা যায় সেকেন্দার মন্ডলের সাথে জমি নিয়ে বিরোধ চলছিলো উপজেলার কশিগাড়ী ( কলনি) গ্রামের মৃত গোলজার রহমানের পুত্র মিন্টু মিয়ার।
নিহতের স্বজনদের নিকট জানা যায়, উক্ত জমিতে আজ সকালে সেকেন্দার মন্ডল ও তার স্ত্রী জমিতে পানি দেওয়ার সময় উক্ত মিন্টু মিয়া (৫৫) জমিতে যায় এবং গালাগালি করে তখন সেকেন্দার মন্ডলের স্ত্রী আমেনা বেগম (৪৫) প্রতি বাদ করিলে ঐসময় মিন্টু মিয়া ছুরি দিয়ে আমেনার পেটে আঘাত করলে সে চিৎকার দিয়া মাটিতে পড়ে গেলে এসময় দ্রুত খুনি পালিয়ে যায়, আমেনার চিৎকারে আশপাশে থাকা লোকজন আগাইয়া আসিয়া উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঘোড়াঘাট – হাকিমপুর সার্কেল মোঃ শরীফ আল রাজিব ও
ঘোড়াঘাট থানার ওসি তদন্ত জয়ন্ত কুমার সাহা।
ওসি তদন্ত বলেন ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে পরিস্থিতি স্বাভাবিক আছে,এবিসয়ে আইনি প্রক্রিয়া চলছে এবং আসামি কে গ্রেফতার করার জন্য জোরদার অভিযান পরিচালনা করা হচ্ছে।
আরও বলেন লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।
এরিপোর্ট লেখা পর্যন্ত, পুলিশ খুনিকে গ্রেফতার করতে পারেনি, ঘোড়াঘাট থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।