সুজন চক্রবর্তী, আসাম( ভারত): বৃহস্পতিবার হুমকির ইমেল এসে পৌঁছে ছিল এনআইএ এর মুম্বাইয়ের অফিসে। ওই ইমেলে হুমকি দিয়ে বলা হয়েছে, তালিবানের সঙ্গে যুক্ত একব্যক্তি হামলা চালাবে। এই ইমেলের কথা প্রকাশ্যে আসতেই মুম্বাই জুড়ে আগাম সর্তকতামূলক ব্যবস্থা হিসেবে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মুম্বাই বাণিজ্য নগরীর গুরুত্বপূর্ণ স্থান গুলিতে পুলিশ বাহিনীর সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। রেল স্টেশন ও বাস টার্মিনাল গুলিতে নজরদারি ও বাড়ানো হয়েছে। এদিকে পুলিশ জানিয়েছে, ইমেল প্রেরকের আইপি অ্যাড্রেস খতিয়ে দেখেছে সাইবার ইমেল। তাতে জানা যায়, হুমকি ইমেলটি পাঠানো হয়েছে পাকিস্তান থেকে। পদস্থ পুলিশ আধিকারিক সাংবাদিকদের জানিয়েছেন, বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে ঠিক কোথা থেকে এই হুমকি ইমেল পাঠানো হয়েছে। তবে পুলিশের সন্দেহ, আতঙ্ক সৃষ্টির জন্য ইচ্ছাকৃতভাবে এই ধরণের ইমেল পাঠিয়েছে। পুলিশের দাবি, এর আগেও এমন হুমকি ইমেল একাধিকবার এসেছে। কিন্তু এবার এনআইএ এর দপ্তরে হুমকি মেল পাঠানোয় আরও বেশি সর্তক রাজ্য পুলিশ।