সিনিয়র রিপোর্টার আব্দুর রাজ্জাক।
মৌলভিবাজারে শ্রীমঙ্গলের উত্তর পাচাউন গ্রামের দশম শ্রেণী উত্তীর্ণ এক হিন্দু মেয়ে (১৭) কে গত (২৯ জানোয়ারি ২০২৩) অপহরণ করেছে দুর্বৃত্তরা।
অপহরণ কারিরা হল উক্ত এলাকার আনিছ আলীর ছেলে ১/ মিসবাহ হোসাইন (৩৬), ও ২/ মকবুল হোসাইন(৩৮), ৩/ শাহ মোঃ আনিছ আলি ( ৬৫) ও ৪/ তার স্ত্রী ছায়া বিবি (৬২)।
ঘটনার বিষয়ে মেয়ের কাকা জিতু মোহন বৈদ্য উক্ত অপহরণ কারিদের বিরুদ্ধে স্রীমঙ্গল থানায় গত (৩০ জানোয়ারি ২০২৩) একটি মামলা দায়ের করেন ; মামলা নং ২৯ ধারা নারি ও শিশু নির্যাতন আইনের ৭/৩০ এবং পেনাল কোডের ৫০৬ ধারায়।
বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি অ্যাড রবীন্দ্র ঘোষ সোনার বাংলা নিউজ এর রিপোর্টার কে জানান যে, মেয়ের লিগেল গার্ডিয়ান কান্না বিজড়িত কন্টে বি ডি এম ডাব্লু কে জানায়” আমার ভাতিজিকে উক্ত তারিখ সন্ধ্যা অনুমান ০৬.০০ সময় উত্তর পাচাউন গ্রামের তপন চক্রবর্তীর বাড়ীর পাশে পাকা রাস্তার উপর থেকে জোর পূর্বক অপহরন করিয়া একটি সি এনজি যোগে উত্তর দিকে নিয়ে যায়, আমার ভাতিজি একজন দশম শ্রেণীর উত্তীর্ণ ছাত্রি, সে খুব মেধাবি, তাকে উক্ত আসামিরা অসৎ উদ্দেশে পরিকল্পিত ভাবে অপহরন করে লুকিয়ে রেখেছে , আমি আমার ভাতিজিকে উদ্ধার চাই।
বি ডি এম ডাব্লুর সভাপতি অ্যাড রবীন্দ্র ঘোষ , আবেদনের প্রেক্ষিতে শ্রীমঙ্গল থানার অফিসার ইন চার্জ জাহাঙ্গির হুসাইন সর্দার কে এবং পুলিশ সুপারকে বিষয়টি অবগত করে এই হিন্দু নাবালিকা মেয়েকে উদ্ধার করার অনুরোধ করিলে ।
পুলিশ কর্মকর্তারা বি ডি এম ডাব্লু কে এই বলে আশ্বস্ত করেন যে মেয়েটি যথাযথ ভাবে উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত আছে।
বি ডি এম ডাব্লু এহেন ঘটনাকে তীব্র নিন্দা করছেন এবং অনতি বিলম্বে মেয়েটিকে উদ্ধার এবং আসামিদের গ্রেফতার করে আইনের বিধান মতে শাস্তির ব্যবস্তা করার দাবি জানাচ্ছে।