চট্টগ্রাম জেলা রাউজান উপজেলায় নতুন বাজার আধার মানিক সার্বজনীন শ্রী শ্রী পাঁচকিরণ মহাশ্মশান এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী নানান মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে,
উক্ত মাঙ্গলিক অনুষ্ঠানের মালার মধ্যে ছিল বিষ্ণু পূজা, শিব ও গৌরি পূজা, উক্ত এলাকায় প্রয়াত ব্যক্তিদের উদ্দেশ্যে বিষ্ণুর চরণে তুলসীদান, কবিয়াল শিমুল শীল ও আশুতোষ চক্রবর্তীর পরিবেশন পাল্টা কীর্তন শ্রী শ্রী চণ্ডীপাঠ উক্ত চন্ডী পাঠ পরিবেশন করেন কণ্ঠশিল্পী অলক দেবনাথ ,
এসময় উক্ত অনুষ্ঠান নিয়ে বক্তব্য রাখেন, উক্ত মন্দিরের প্রতিষ্ঠাতা বাবু পরিতোষ দে, ইউ পি, ইউ পি চেয়ারম্যান আলহাজ্ব আব্বাস উদ্দিন, মানব কল্যাণ ফোরামের সাধারণ সম্পাদক অজয় দত্ত, আশীষ চৌধুরী মানিক,উজ্জ্বল দাস, আশীষ চক্রবর্তী, পংকজ বৈদ্য, পলাশ ঘোষ, রিকন শীল বাপ্পা ঘোষ, প্রমুখ
উক্ত অনুষ্ঠানে হাজারো ভক্তের সমাগম ঘটে এবং সকলের জন্য সে যেন অন্নপ্রসাদ আস্বাদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়।।