দিনাজপুর ব্যুরো প্রধান ঃ দেশব্যাপী সাংবাদিক নির্যাতন, মিথ্যা মামলাসহ সময় টিভির বার্তা প্রধান মুজতবা দানিশ ও রংপুর ব্যুরো প্রধাান রতন সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে হয়রানির প্রতিবাদে দিনাজপুরে
মানববন্ধন করেছে সাংবাদিক ও ক্যামেরাপারসনরা। দিনাজপুর প্রেসক্লাবের উদ্যোগে আজ বুধবার বিকেলে প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে অংশগ্রহন করে।
মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, জাতির বিবেক সংববাদপত্র। এই সংবাদ আহরনে দিনরাত ঝুঁকি নিয়ে সাংকাদিকরা পেশার দায়িত্ব পালন করে । তাদের ব¯‘নিষ্ঠা সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশে গনতন্ত্রের সঠিক ধারা অব্যাহত রয়েছে। দেশে সুশাসন ও গনতন্ত্রের সঠিক চর্চা বহাল রয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন এক শ্রেনীর জন্য সুবিধাভোগী হয়ে আছে। যা সমাজে বিরুপ কর্মকান্ড ঘটা”েছ, সুষ্ঠ গনতন্ত্র চর্চার পরিপšি’ হয়ে দাড়িছে। অন্তিবিলম্বে তা বাতিলসহ দেশব্যাপী সাংবাদিক হয়রানী বন্ধের এবং সময় টিভির বার্তা প্রধান মুজতবা দানিশের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মানহানির বিচারের দাবী জানায়।
এসময় বক্তব্য রাখেন, সময় টিভির স্টাফ রিপোর্টার গোলাম নবী দুলাল, আমাদের সময়ের জেলা প্রতিনিধি রতন সিং, নিউজ ২৪ চ্যানেলের ফকরুল হাসান পলাস, এখন টিভির সালাউদ্দিন আহমেদ, বিটিভির জেলা প্রতিনিধি মোফাসিরুল রাশেদ
মিলন, এশিয়ান টিভির রফিকুল ইসলাম ফুলাল, সাংবাদিক কাশী কুমার দাস ঝন্টু, সাংবাদিক আব্দুল হাই, মোহনা টিভির সুবল রায়, সাংবাদিক রাজু বিশ্বাস, রাকিব, টিভি ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশন সভাপতি মনজিদ আলম শিমুল,
সাধারন সম্পাদক আরমান হোসেনসহ প্রমুখ।
২০২২ সালের ৮ আগস্ট সময় টিভির স্ক্রলে ৩৯;রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল হকের বিরুদ্ধে ফলাফল জালিয়াতির অভিযোগ, তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন্ ৩৯; শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। একই বছরের ২১ সেপ্টেম্বর রংপুরের সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮-এর ২৫(১) (ক)/২৯ ধারায় মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ এনে ৫০ লাখ টাকার মানহানির অভিযোগ তুলে সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশ ও
রংপুরের ব্যুরো প্রধান রতন সরকারের বিরুদ্ধে মামলা করা হয়।