সিনিয়র রিপোর্টার আব্দুর রাজ্জাক।
দিনাজপুরের ঘোড়াঘাটে ৩ নং সিংড়া ইউনিয়নের, চেয়ারম্যান অধ্যাপক সাজ্জাত হোসেনের সহায়তায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করেন।
ইউপি চেয়ারম্যান জানান যে তার ইউনিয়নের দারিদ্র অসহায় শীতার্ত মানুষের কষ্টের কথা ভেবে চেয়ারম্যান কৈননীয়া, সংস্থার নিকট তার ইউনিয়নের দারিদ্র অসহায় গরীব মানুষের শীতের কষ্ট নিবারণের জন্য আবেদন করলে সংস্থাটি চেয়ারম্যানের অনুরোধে শীতার্ত মানুষের জন্য ৫৮০ টি কম্বলের বরাদ্দ দেন।
বরাদ্দকৃত কম্বল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম ও ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেনের সহায়তায় ৩ নং সিংড়া ইউনিয়নের দারিদ্র অসহায় শীতার্ত মানুষের মাঝে গত (৭ ফেব্রুয়ারি ও ১১ ফেব্রুয়ারি ২০২৩) দুই দিনে বিতরণ করেন।