সিনিয়র রিপোর্টার আব্দুর রাজ্জাক।
দিনাজপুরের ঘোড়াঘাটে ৩ নং সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক সাজ্জাত হোসেন ভি ডাব্লু বি এর বরাদ্দকৃত ৭৯০ বস্তা চাল গ্রহণ না করে ফেরৎ পাঠিয়েছেন।
আজ (২১ ফেব্রুয়ারি ২০২৩) মঙ্গলবার দুপুরে একটি ট্রাক ( ঢাকা মেট্রো – টা – ২৪ – ৫৫২৪) যোগে সরবরাহকৃত ৭৯০ বস্তা চাল উপজেলার ৩ নং সিংড়া ইউনিয়ন পরিষদে নিয়ে আসলে চেয়ারম্যান অধ্যাপক সাজ্জাত হোসেন উক্ত চাল বুঝে নেওয়ার সময় দেখেন যে খারাপ কোয়ালিটির চাল, জনগণের খাওয়ার অনুপযোগী।
চেয়ারম্যান জানান যে, ২০২৩ অর্থ বছরের জানুয়ারি মাসে বরাদ্দকৃত চাল বুঝে নেওয়ার সময় বিষয়টি নজরে আসলে, তাৎক্ষনিকভাবে উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলমকে বিষয়টি জানালে তিনি চাল ফেরৎ দেওয়ার নির্দেশ দিলে, চেয়ারম্যান উক্ত ট্রাকে ৭৯০ বস্তা চাল সমদয় ফেরৎ পাঠিয়ে দেন।
চেয়ারম্যান আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে ভাল মানের চাল দেওয়ার কথা বলেছেন, কিন্তু খাদ্য গুদাম থেকে জনগণের খাওয়ার অনুপযোগী চাল কেনো আসবে, চেয়ারম্যান খাদ্য বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন এবং পরবর্তীতে ভাল মানের চাল দেওয়ার জন্য আবেদন জানান। আরও জানান সরকারি ভি ডাব্লু বি এর চাল প্রতি মাসে অসহায় গরীব জনগণকে ৩০ কেজি করে ইউনিয়নে ৭৯০ টি পরিবারকে দেওয়া হয়। প্রতি বস্তা ৩০ কেজি ওজনের।
উক্ত ট্রাক চালক মোঃ বাবলু মিয়ার নিকট চালের বিষয় জিজ্ঞাসা করলে জানা যায় বরাদ্দকৃত চাল গত ১৭ ফেব্রুয়ারি উপজেলার হরিপাড়া খাদ্য গুদাম থেকে সরবরাহকারী ঠিকাদার দিনাজপুর কাঞ্চন অটো মিলে নিয়ে যান, পুষ্টি মেশানোর জন্য।
দিনাজপুর ডিসি ফুটের নিকট মোবাইল ফোনে উক্ত চালের বিষয়ে জানালে তিনি ব্যবস্থা নিবেন বলে আশ্বস্ত করেছেন।