সিনিয়র রিপোর্টার আব্দুর রাজ্জাক।
দিনাজপুরের বীরগঞ্জে ২ নং পলাশ বাড়ী ইউনিয়নের বৈরবাড়ী গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের শ্বশানের জমি উদ্ধারের প্রচেষ্টায়
প্রশাসন সহ বাংলাদেশ মাইনরিটি ওয়াচের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বি ডি এম ডাব্লুর প্রতিনিধি দল ১/ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা আন্তর্জাতিক এ্যাডভাইজার ডঃ রির্চাড বেনকিন। ২/বাংলাদেশ সভাপতি অ্যাড রবীন্দ্র ঘোষ। মানবাধিকার কর্মী, ৩/মোঃ আব্দুর রাজ্জাক।৪/মোঃ শাহিনুর ইসলাম।৫/ শ্রী গৌরহরি বর্মন। ৬/শ্রী অরুন রায়। ৭/ শ্রী অলক মহন্ত জয়।
প্রশাসন, বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, মোছাঃ জিনাত রেহানা। থানা অফিসার ইনচার্জ শ্রী সুব্রত কুমার সরকার। উপজেলা সহকারী ভুমি অফিসার রাজ কুমার বিশ্বাস।
সরজমিনে তদন্ত কালে জানা যায় বহুদিন থেকে কিছু অসাধু লোক শ্বশানের জমি তাদের দখলে নিয়ছেন।
শ্বশান কমিটির সভাপতি অনন্ত কুমার রায় জানান, এলাকার কিছু অসাধু ব্যক্তি তাদের শ্বশান ঘাটের ২ একর ৫০ শতক জমি তারা নিজ দখলে রাখেন। কোন ব্যক্তি মারাগেলে আমরা মৃত্যু ব্যক্তির দাহ্য করতে গেলে নানা রকম ঝামেলায় পড়তে হয় শ্বশানে দাহ্য করতে দেওয়া হয় না, প্রশাসন ও মানবাধিকার সংস্থার নিকট জমি উদ্ধারের আবেদন জানান।
উপজেলা নির্বাহী অফিসার ও থানা অফিসার ইনচার্জ, বি ডি এম ডাব্লু কে যথাযথ ব্যবস্থা নিবেন বলে আশ্বস্ত করেছেন।
বি ডি এম ডাব্লুর সভাপতি এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং হিন্দু সম্প্রদায়কে আইনি সহায়তা দেওয়ার জন্য জোর দাবি জানান।