সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ ভারতের উত্তর -পূর্বের ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ড রাজ্যে বিজেপির জয়ে খুশির জোয়ার বইছে করিমগঞ্জে। শুক্রবার বাজি- পটকা ফুটানো সহ মিষ্টি মুখ করেন গেরুয়া শিবিরের নেতা-কর্মীরা। শুধু তা নয় দোলের আগে আবির খেলায় মেতে উঠলেন সবাই। বের হয় বিজয় মিছিলও। পৃথক পৃথক মিছিল থেকে স্লোগানের সঙ্গে ভিন্ন ভিন্ন নাচে, গানে এবং আতশবাজির বর্ণিল আলোকচ্ছটায় ছেয়ে গেছে গোটা করিমগঞ্জ শহর। আসন্ন পঞ্চায়েত নির্বাচন এবং আগামী লোকসভা নির্বাচনে তিন রাজ্যের জয় প্রভাব ফেলবে বলে দাবি করেন করিমগঞ্জ জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য। তিনি বলেন, সাধারণ মানুষ শান্তি ও বিকাশ চায় বলে বিজেপি প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করেছেন। তিন রাজ্যের নির্বাচনে বরাক উপত্যকার তিন জেলা থেকে দলীয় নেতা-কর্মী ও কার্যকর্তা, যাঁরা সংশ্লিষ্ট এলাকায় গিয়ে নির্বাচনী প্রচার কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাঁদেরকে করিমগঞ্জ জেলা বিজেপির থেকে ধন্যবাদ জানান সভাপতি সুব্রত ভট্টাচার্য।