ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, উপজেলা কেন্দ্রিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান খুবই প্রশংনীয়। শেখ হাসিনা সরকার দেশের মানুষের জন্য স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন করেছেন।
আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের আনোয়ারায় মা-শিশু জেনারেল হাসপাতাল উদ্বোধন ও উপজেলার বারখাইন ইউনিয়নের বিভিন্ন সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।
ভূমিমন্ত্রী বলেন, দেশে এখন সরকারি ও বেসরকারি আধুনিক মানের হাসপাতাল নির্মাণ হচ্ছে। মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে এ ধরনের হাসপাতালের বিকল্প নেই। বিত্তবানদের উচিত এমন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে নিজেদের সংশ্লিষ্ট রাখা এবং বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে সেবার মান বাড়ানো প্রয়োজন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য এস এম আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মুমিন, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মামুনুর রশীদ, আনোয়ারা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম কুমার দেব, হাইলধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কলিম উদ্দীন, বারশত ইউনিয়নের চেয়ারম্যান এমএ কাইয়ুম শাহ্, হাইলধর ইউনিয়নের চেয়ারম্যান কলিম উদ্দিন প্রমুখ।