সুজন চক্রবর্তী, আসাম( ভারত): এখন আমি ভাল আছি। দেবের আহত হওয়ার খবর পাওয়ার পর থেকেই দুচিন্তায় ছিলেন তাঁর ভক্ত অনুরাগীরা। সামাজিক মাধ্যমে দ্রুত সুস্থ হয়ে ওঠার প্রার্থনা করছিলেন সবাই। শেষমেশ, সবাইকে স্বস্তি দিয়ে অভিনেতা দেব নিজেই জানালেন তিনি এখন ভাল আছেন।” বাঘাযতীন” ছবির শুটিং স্টিল শেয়ার করে দেব লিখছেন, সবাইকে ধন্যবাদ এত ভালোবাসা এবং শুভেচ্ছা জানানোর জন্য।
এই পুজোয় সেরা সিনেমার অভিজ্ঞতা দেওয়ার জন্য আমরা প্রাণপান চেষ্টা করছি। আশা করছি, আমাদের এই পরিশ্রমের ফল কিছুতেই বৃথা যাবে না। বাঘাযতীন আপনাদের ভাল লাগবে। ২০২৩ এর পুজোয় আসছে বাঘাযতীন। সোশ্যাল মিডিয়ায় দেব যে ছবি পোস্ট করেছেন সেই দৃশ্যের শুটিংয়েই আহত হয়েছেন দেব। ছবিতে দেখা যাচ্ছে ওড়িশার জঙ্গলে এক লড়াইয়ের দৃশ্য শুট করছিলেন দেব। কোলে তাঁর একটি শিশু। বাঘাযতীন এর অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে বাম চোখে চোট পেয়েছেন দেব। চিকিৎসকের পরামর্শেই চোখে ব্যান্ডেজ বেঁধে রাখতে হয়েছে তাঁকে।
তবে দেবের হাসিমুখে দেখে অনুমান করা যায় এখন তিনি সুস্থ আছেন। ফের শুটিং শুরু করবেন। সংবাদ মাধ্যমে দেব জানিয়েছে, চোখের সাদা অংশে অল্প আঘাত লাগে। তবে অস্ত্রপাচার করে কাঁটা বার করা হয়েছে। চিকিৎসক শুধু বিশ্রামে থাকতে বলেছেন।