সুজন চক্রবর্তী, আসাম ( ভারত): ভারতের উত্তর – পূর্বের রাজ্য মেঘালয়ের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয় বার শপথ নিলেন কনরাড সাংমা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার মত ব্যক্তিত্বদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কনরাড সাংমা, উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন প্রিস্টোন টাইনসাং এবং স্নিয়াভলাং ধর।
মঙ্গলবার শিলংয়ের রাজ ভবনে ১১টায় একই সঙ্গে এনপিপির ৭ বিধায়ক,ইউডিপির ২ বিধায়ক এবং বিজেপির ১ জন বিধায়ক সাংমার মন্ত্রী সভার সদস্য হিসেবে শপথ গ্রহন করেন। প্রত্যেককে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল ফাগু চৌহবান। উপস্থিত ছিলেন আসামের মুখ্যমন্ত্রী তথা এনডি এর আহবায়ক ডঃ হিমন্ত বিশ্বশর্মা। এদিনই কোহিমায় নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী হিসেবে ৫ম বারের জন্য শপথ নেন নেফিউ রিও।
জোট সরকারের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নাগা পিপলস ফ্রন্টের তাদিতুই রাংকাউ জেলিয়াং এবং বিজেপির ইয়ানথুনগো প্যাটন। এই শপথ গ্রহন অনুষ্ঠানে ও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডারা। বুধবার সকালে ত্রিপুরার নতুন মন্ত্রীসভার শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তাঁরা।