কুড়িগ্রাম প্রতিনিধি : বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, চাল ডাল তেল, কৃষি উপকরণ ,শিক্ষা উপকরণ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদ, সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তি ও ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে জেলা বিএনপির দুটি গ্রুপ আলাদা আলাদা মানববন্ধন কর্মসূচি পালন করেছে ।
শনিবার (১১ মার্চ) দুপুরে শহরের পুরাতন পোস্ট অফিস পাড়া জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ মানববন্ধন করেন তারা।
এখানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান বাবু জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জহুরুল আলম যুগ্ন সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিহ চিলমারী উপজেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল বারী প্রমূখ ।
এসমাবেশ থেকে কুড়িগ্রামের কৃতি সন্তান কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ সকল গ্রেপ্তারকৃত নেতা কর্মীর মুক্তি অবিলম্বে ১০ দফা বাস্তবায়নের দাবি জানান বিএনপি নেতারা ।
অপর দিকে মোক্তারপাড়া জেলা বিএনপির অপর কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির, সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, উলিপুর উপজেলা বিএনপি সভাপতি হায়দার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, দেশের অর্থনীতি পঙ্গু করে বিদ্যুতের দাম বারবার বাড়াচ্ছে সরকার।এ সরকারের সময় সব পণ্যের দাম মানুষের নাগালের বাইরে চলে গেছে। অবিলম্বে ক্ষমতা ছেড়ে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন তারা।