সুজন চক্রবর্তী, আসাম( ভারত): বৌভাতের অনুষ্ঠানের খাবার খেয়ে বিপত্তি। অসুস্থ শতাধিক। তাঁদের মধ্যে ৪৬ জন ভর্তি হাসপাতালে। এক অন্তঃসত্ত্বার অবস্থা আশংকাজনক। ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের ঘাটালের রঘুনাথপুর এলাকার ঘটনা। ইতিমধ্যেই গ্রামে পৌঁছেছে দুটি মেডিক্যাল টিম।
কি কারণে খাদ্যে বিষক্রিয়া হল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘাটালের রঘুনাথপুরের বাসিন্দা সৌরভ রায়ের বিয়ে হয় শীতলপুরে। শুক্রবার সন্ধ্যায় বৌভাতের অনুষ্ঠান ছিল। প্রায় ১২০ জন কনে যাত্রী ওই অনুষ্ঠানে যোগ দেন। রাতে খাওয়া দাওয়ার পর থেকেই বিপত্তি। একের পর এক সকলের বমি, পায়খানা শুরু হয়। তড়িঘড়ি অসুস্থদের ঘাটাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে ৪৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। ]
তাঁদের মধ্যে এক অন্তঃসত্ত্বার অবস্থা আশংকাজনক। খাদ্যে বিষক্রিয়া নাকি অন্য কিছু? তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই গ্রামে পৌঁছেছে ২টি মেডিক্যাল টিম। মহকুমাশাসক সুমন বিশ্বাস, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মন্ডল ও ঘটনাস্থলে যান।