সুজন চক্রবর্তী, আসাম( ভারত): অভিনেতা ও পরিচালক সতীশ কৌশিকের মৃত্যু নিয়ে রহস্য বেড়েই চলেছে। তার উপর সামনে এসেছে নতুন এক তথ্য সতীশের মৃত্যুর কারণ হিসেবে “কুবের গ্রুপ” এর কর্ণধার বিকাল মালুর দিকে অভিযোগের আঙুল উঠেছে। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, এই তদন্তে ব্যবসায়ীর দ্বিতীয় স্ত্রী সানভিকে ফের তলব করেছে দিল্লি পুলিশ। সম্প্রতি সতীশ কৌশিকের মৃত্যু নিয়ে চিঠি লেখেন ব্যবসায়ী বিকাশ মালুর দ্বিতীয় স্ত্রী সানভি।
তিনি দাবি করেন, সতীশ কৌশিক তাঁর স্বামীকে ১৫ কোটি টাকা দিয়েছিলেন। উদ্দেশ্য ছিল দুবাইয়ে কোনও একটি ব্যবসায় লগ্নি করা। পরে অবশ্য সতীশ কৌশিক টাকা ফেরত চান। কিন্তু ওই বিপুল টাকা ফেরত দিতে মোটেও রাজি ছিলেন না বিকাশ। আর সে কারণে কোনও ওষুধ দিয়ে তাঁর স্বামীই হয়তো অভিনেতা -পরিচালককে খুন করেছে। এরপরই দিল্লি পুলিশ তদন্তের নির্দেশ দেয়। অভিযোগের প্রসঙ্গে মুখ খুলে নিজেকে নির্দোষ বলে আগেই দাবি করেছিলেন ওই ব্যবসায়ী। এবার তাঁর পাশে দাঁড়ালেন অভিনেতা-পরিচালকের স্ত্রী শশী। তাঁর দাবি, সতীশ কৌশিকের মৃত্যু হয়েছে হৃদরোগে।
তাঁকে খুন করা হয়নি। ব্যবসায়ী বিকাশ মালু যথেষ্ট উচ্চবিত্ত। তাই তাঁকে ১৫ কোটি টাকা ধার দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না। বিকাশ মালু এবং সতীশ কৌশিক দু’জন একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। ওই ব্যবসায়ীর স্ত্রী অপপ্রচার করে অর্থ আদায়ের চেষ্টা করছেন বলেও অভিযোগ সতীশ কৌশিকের স্ত্রীর। ব্যবসায়ীর স্ত্রীকে জেরা করার দাবিও জানিয়েছেন তিনি।