সুজন চক্রবর্তী, আসাম ( ভারত): বাবা-মা প্রয়াত হয়েছে পরিবারে আর কেউ নেই। অসুস্থ অবস্থায় প্রৌঢ়কে হাসপাতালে ভর্তি করেছিলেন বন্ধু-বান্ধবরা। মৃত্যুর পর শেষকৃত্য সম্পন্ন করলেন হিন্দুরীতি মেনেই এক মুসলিম বন্ধু। সম্প্রীতির নজির স্থাপন করলেন ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে।
ডায়মন্ড হারবার পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন তিলক রায়। গত ৩ মাস যাবৎ নানা অসুখ বিসুখে ভুগছিলেন তিনি। রবিবার ভীষন অসুস্থ হয়ে পড়েন, তখন আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে ওই প্রৌঢ়কে হাসপাতালে ভর্তি করেন তাঁর বন্ধু রেজাউল করিম মল্লিক। ডায়মন্ড হারবারেরই ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি।
হাসপাতালে ভর্তি করেও শেষরক্ষা হয়নি। রাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিলক রায়। এরপর হিন্দু রীতি নিয়ম মেনে বন্ধুর শেষকৃত্য সম্পন্ন করেন রেজাউল। তিনি বলেন, তিলকদার বাবা বিদ্যুৎ দফতরে কাজ করতেন। তাঁর মা স্থানীয় স্কুলের শিক্ষিকা ছিলেন। তাঁরা দুজনেই গত হয়েছেন। ওর পরিবারের আর কেউ নেই। রেজাউলের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।