সুজন চক্রবর্তী, আসাম ( ভারত): মাদ্রাসার পর এবার মাজার ভাঙ্গার হিড়িক পড়েছে। ভারতের উত্তরাখন্ডে বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হয়েছে একাধিক মাজার। জানা যায়, একই রাতে মোট ২৬ টি অবৈধ মাজার ভাঙার নির্দেশ দেয় পাহাড় রাজ্যের ধামী সরকার। ধ্বংস হওয়া মাজারের মধ্যে বেশ কয়েকটি মাজার অবস্থিত ছিল সংরক্ষিত বনভূমির মধ্যেই।
ঘটনাটি ঘটে রবিবার রাতে। সূত্রে প্রকাশ, ধ্বংস হওয়া ২৬টি মাজারই তৈরি হয় উত্তরাখন্ডের বন দফতরের জমিতে। বেশ কয়েকটি মাজার তৈরি হয়েছিল সাম্প্রতিককালে। আরোও জানা যায়, উত্তরাখন্ড সরকার, এমন ১৪০০ টি জায়গাকে চিহ্নিত করেছে, সেখানে অবৈধভাবে তৈরি করা হয়েছে ধর্মীয় স্থান।
কিছুদিন পর ওই ১৪০০ টি জায়গাতে ও একইভাবে বুলডোজার চালানো হবে বলে নির্দেশ দিয়েছে প্রশাসন। তবে অবৈধ মাজারের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।