সিনিয়র রিপোর্টার আব্দুর রাজ্জাক। দিনাজপুরের ঘোড়াঘাটে ৩ নং সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক সাজ্জাত হোসেন চাঁদপাড়া শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে ১২৫ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেছেন।
আজ (২৩ মার্চ ২০২৩) বৃহস্পতিবার সকাল ১১টায় স্কুল মাঠে উপজেলার সিংড়া ইউনিয়ন পরিষদের অর্থায়নে এসব স্কুল ব্যাগ শির্ক্ষাথীদের মাঝে বিতরণ করেন ৩ নং সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম, সভাপতি হিসেবে বক্তব্য রাখেন চেয়ারম্যান অধ্যাপক সাজ্জাত হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আশরাফুল আলম, বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শ্রীমতি অর্চনা রানী,বক্তব্য রাখেন সভাপতি উপজেলা প্রাথমিক শিক্ষা
পদক, শ্রী মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, প্রমুখ।
এ সময় স্কুল কমিটির সদস্য সাধিন সরকার, সদস্য সুজন ভট্টাচার্য, মানবাধিকার কর্মী শ্রী প্রকাশ চন্দ্র সরকার, ৩ নং ইউপি সদস্য মোঃ আজাদুল ইসলাম, সদস্য মোঃ মালেক মন্ডল, সদস্য মোঃ গোলাম রব্বানী, সদস্য মোঃ মঞ্জুরুল ইসলাম, সদস্য মোঃ ওহেদুজ্জামান (বাবু), সদস্য মোঃ মফিজুল হক, মহিলা সদস্য মোছাঃ মুর্শিদা বেগম সহ অভিভাবক সদস্য বৃন্দ, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আলম মরি।