রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে আর্থিক অন্তর্ভুক্তি ও আর্থিক স্বাক্ষরতা বিস্তার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জনতা ব্যাংক লিমিটেড নাগেশ্বরী শাখার আয়োজনে ২৩ মার্চ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমির হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কে এম আনিসুর রহমান, প্রধান শিক্ষক নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ কে এম সামছুল আলম, উপ-মহাব্যবস্থাপক, জনতা ব্যাংক লিমিটেড এরিয়া অফিস কুড়িগ্রাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হোসেন ফাকু, মেয়র নাগেশ্বরী পৌরসভা, অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধায়ক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সোহেল রানা, ব্যবস্থাপক জনতা ব্যাংক লিমিটেড নাগেশ্বরী শাখা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মোঃ আলমগীর হোসেন, সিনিয়র অফিসার জনতা ব্যাংক লিমিটেড নাগেশ্বরী শাখা।
এছাড়াও উপস্থিত ছিলেন, সামসুজ্জোহা প্রিন্সিপাল অফিসার,মোঃ তাইজুল ইসলাম সিনিয়র অফিসার, জনতা ব্যাংক লিমিটেড।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, নাগেশ্বরী কেরামতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, নাগেশ্বরী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়র প্রধান শিক্ষক, বালাটারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিসহ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় শিক্ষার্থী ও অভিভাবদের দশ টাকার বিনিময়ে ব্যাংক হিসাব খোলা হয়।