সিনিয়র রিপোর্টার আব্দুর রাজ্জাক।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের ৬ টি বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেনির শিক্ষার্থীদের নিয়ে ইংরেজিতে পারদর্শিতা করার লক্ষে উপজেলা শিক্ষা অফিসার মোঃ আশরাফুল আলম প্রশিক্ষণের আয়োজন করেন। তিনি নিজের দায়িত্ব ও কর্তব্য পালনের পাশাপাশি উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ে পাঠদানের উপর বিশেষ গুরুত্ব দেন এবং উপজেলার ১টি পৌর সভা ও ৪ টি ইউনিয়নে প্রশিক্ষণের জন্য কেন্দ্র করেন।
১০ দিনের প্রশিক্ষণে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন নিজেরাই শ্রেনি কক্ষে ইংরেজিতে পাঠদান করছে। মঙ্গলবার (২৮ মার্চ) উপজেলার সিংড়া ইউনিয়নের নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজিতে পাঠদান করছে ভর্নাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনির শিক্ষার্থী অর্পন সরকার, নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনির শিক্ষার্থী তাহসিনন্নাহার সিফা ও চতুর্থ শ্রেনির শিক্ষার্থী খন্দকার ফারহান আনজুম । তাদের পাঠদানের উপস্থাপনা চমৎকার। ওই সব শিক্ষার্থীদের পাঠদান দেখে মুগ্ধ হয়েছেন প্রধান অতিথি সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ সাজ্জাত হোসেন।
এ উপলক্ষে উপজেলা শিক্ষা অফিসার মোঃ আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ সাজ্জাত হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা পদক প্রাপ্ত শ্রেষ্ট সভাপতি ও ঘোড়াঘাট প্রেস ক্লাবের সাবেক আহবায়ক মনোরঞ্জন মোহন্ত ভুট্টু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলার নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রীতি রানী সরকার , এ ছাড়া আরও বক্তব্য রাখেন ভর্নাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন সরকার, সহকারী শিক্ষক বাসনা সরকার, মেরিনা আকতার প্রমুখ।