সুজন চক্রবর্তী, আসাম ( ভারত): রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হওয়ার পর থেকে ভারতের রাজনীতিতে এক নতুন প্রবাহ লক্ষ্য করা যাচ্ছে। এ পরিস্থিতিতে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিরোধীদের সম্পর্কে তাঁর কটাক্ষ, ” সব দুর্নীতিপরায়ণরা এক জায়গায়। কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার করছে মোদি সরকার, এই অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ১৪টি বিরোধী দল। এ হেন পরিস্থিতিতে এমনই আক্রমণাত্মক মেজাজে মোদি। সাধারণত নির্বাচনী সভার বাইরে তাঁকে এতটা আক্রমণ করতে দেখা যায় না বলেই মত ওয়াকিবহাল মহলের।
মঙ্গলবার নয়াদিল্লিতে বিজেপির সদর দপ্তরে মোদিকে বলতে শোনা গিয়েছে, ” দুর্নীতির বিরুদ্ধে আমাদের সরকার লাগাতার তদন্ত চালিয়ে যাচ্ছে। আর তাই সব দুর্নীতিপরায়ণ এক জায়গায় হাজির হয়েছেন। বহু দলই দুর্নীতিপরায়ণদের বাঁচাও অভিযান চালাচ্ছে।” এরই পাশাপাশি মোদি দাবি করেন, ” বিজেপি দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। সেই সঙ্গে স্বজনপোষণের বিরুদ্ধে ও লড়বে। ভারত বিরোধী শক্তির বিরুদ্ধে ও যুদ্ধ চালিয়ে যাব আমরা।” তাঁর কথায়, এর ফলে কিছু মানুষ হতাশ হবেন।
অনেকে রেগেও যাবেন। কিন্তু বিরোধীদের মিথ্যে অভিযোগ সত্ত্বেও দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলতেই থাকবে। মোদির দাবি, এই মুহূর্তে গোটা দেশে বিজেপিই একমাত্র প্রকৃত সর্বভারতীয় দল, দেশে বিজেপিই একমাত্র প্রকৃত সর্বভারতীয় দল, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সর্বত্র প্রভাব রয়েছে বিজেপির। উত্তর – পূর্বের সব রাজ্য থেকে দক্ষিণে কর্ণাটককে পর্যন্ত বৃহত্তম দল বিজেপিই। এই লড়াই অক্লান্ত, চিরস্থায়ী। আমরা জরুরি অবস্থার বিরুদ্ধে লড়াই করছি। বিজেপিই এখন দেশের সবচেয়ে বড় ভবিষ্যৎ দ্রষ্টা দল।