সিনিয়র রিপোর্টার মোঃ আব্দুর রাজ্জাক।
নোয়াখালীর, বেগমগঞ্জের, ৬নং রাজগঞ্জ ইউপির, টংগীর পাড়, (বেসুরাম সর্দার বাড়ী), গ্রামের দুলাল চন্দ্র দাসকে গত (৯ জুন ২০২৩) দিন গত গভীর রাতে হত্যা করেছে বলে যানা গেছে।
বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি অ্যাড রবীন্দ্র ঘোষ জানান, এজাহার ও ঘটনা সুত্রে জানা যায়, গত (১০ জুন ২০২৩) গভীর রাত অনুমান ০২.০০ মিনিট সময় থেকে ০৪.০০ মিনিট সময়ের মধ্যে যেকোনো সময়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
নিহত দুলাল মাছ চাষ ও ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন, বাড়ির পাশে স্থানীয়,চিত্ত বাবুর দিঘী লিজ নিয়ে মাছের চাষ করছিলেন তিনি সহ গ্রামের কয়েকজন। রাত জেগে দুলাল সেই দিঘীর মাছ পাহারা দিতেন, প্রতিদিনের ন্যায় উক্ত তারিখ রাত অনুমান ০১.০০ মিনিট সময়ে বাড়ী থেকে বের হয়ে যান পুকুর পাড়ে, সেখানেই তাকে ধারালো অস্ত্র দিয়ে মুখে আঘাত করে গলা কেটে হত্যা করে রক্তাক্ত অবস্থায় ভুইয়াগো দিঘীর পুর্ব পাড়ে কালীবাড়ীর পার্শ্বে একটি চেয়ারে বসে রেখে গেছেন দুর্বৃত্তরা । উক্ত তারিখ অনুমান ভোর ০৪.০০ মিনিট সময়ে পুকুর পাড়ে চেয়ারে বসা অবস্থায় রক্তাক্ত মরদেহ দেখতে পান নিহতের কাকা, পরেশ চন্দ্র দাস ও কাকাতো ভাই রতন চন্দ্র দাস, তখন তাদের আত্তচিৎকারে স্থানীয়রা আগাইয়া আসেন এবং মরদেহ দেখতে পান, পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ উক্ত তারিখ সকাল অনুমান ০৯.০০ মিনিট সময়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরুতহাল রিপোর্ট তৈরি করেন এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরন করে।
উক্ত ঘটনার বিষয়ে নিহতের স্ত্রী বকুল রানী দাস (৪৫) বাদী হয়ে গত (১১ জুন ২০২৩) বেগমগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন, মামলা নং ১৫/২৫৬।
বি ডি এম ডাব্লুর সভাপতি, থানার অফিসার ইনচার্জ (ওসি)এর নিকট উক্ত ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন ১ নং আসামি আব্দুর রউফ কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে, রউফ আদালতে ১৬৪ ধারায় স্বীকারউক্তি মুলুক জবানবন্দি দিয়েছেন যে, বাদশা মিয়া আর সে নিজে দুলাল কে খুন করেছে।
বি ডি এম ডাব্লুর সভাপতি এহেন নিসংশখুনের ঘটনার তীব্র নিন্দা করেন এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।