তারুণ্যের শক্তি অপরিসীম। বিভিন্ন দুর্যোগে অনেক তরুণ পিছুটান ভুলে এগিয়ে এসে দাঁড়ান অসহায় মানুষের পাশে। সম্প্রতি চট্টগ্রাম দক্ষিণ জেলায় বন্যার্তদের পাশে দাঁড়িয়ে আলোচনায় এসেছেন ২ তরুণ।
তারা হলেন-জুয়েল আইচ ও সবুজ দাশগুপ্ত ।
জুয়েল আইচ সামাজিক যোগাযোগমাধ্যমে, জুয়েল আইচ অর্ক’ নামে খুব পরিচিত। প্রায় সময় থাকে অসহায় মানুষের সহায়তা প্রদান করতে দেখা যায়
সেই জুয়েল আইচ চট্টগ্রাম দক্ষিণ জেলায় বানভাসিদের জন্য সর্বপ্রথম চাল, ডাল, আলু, তেল, পানিসহ বিভিন্ন খাদ্যদ্রব্য দিয়েছেন। অন্যদেরও এগিয়ে আসতে নিয়মিত উৎসাহ দিয়ে যাচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
এর আগেও তিনি বিভিন্ন সময় অসহায় পথচারী,হিন্দু হিন্দু সম্প্রদায়ের লোকজন ও পথশিশুদের সাহায্য করতেন এবং সে সবের ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতেন।
আরেক তরুণ ফায়ার সার্ভিস কর্মী সবুজ দাশগুপ্ত চট্টগ্রামে বন্যার্তদের জন্য টাকার তহবিল সংগ্রহ করেন। পরে আরও সহায়তা চেয়ে ফেসবুক পোস্ট করেন।
এ পর্যন্ত তার আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন জনের অনুদানে সনাতনী সেচ্ছাসেবী ফাউন্ডেশন এর মাধ্যমে শত শত পরিবারের মাঝে, খাদ্য সামগ্রী,শিক্ষার্থীদের শিক্ষা উপকরন ও ওষুধ পৌঁছে দিয়েছেন।
তাদের এ কাজে সহায়তা করছে বিভিন্ন উপজেলার ও সাংগঠনিক স্বেচ্ছাসেবকরা,
সবুজ দাশগুপ্ত সোনার বাংলা নিউজ কে বলেন, ‘আপনাদের সাহায্যের ওপর নির্ভর করবে, আমরা বন্যায় আক্রান্ত অন্যান্য উপজেলায় কাজ করতে পারব কি না। যতদিন মানুষ কষ্টে আছে ততদিন আমরা মাঠে থাকব। শিগগির অন্যান্য উপজেলায় গিয়ে কাজ করব।’