বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে কবরস্থান থেকে ১১টি হাড়-কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার বিকালে মোহনপুর ইউনিয়নের তুলসীপুর গ্রামের তুলসীপুর কেন্দ্রীয় কবরস্থানের ১১টি কবর থেকে কঙ্কাল চুরি হয়।
বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করা হয় বলে জানিয়েছেন স্থানীয় চেয়ারম্যান মো. শাহিনুর রহমান চৌধুরী শাহিন।
তিনি জানান, শুক্রবার বিকালে স্থানীয় লোকজন কবরস্থানে গবাদিপশুর জন্য ঘাঁস কাঁটতে গিয়ে কবরগুলি উন্মুক্ত দেখতে পায়। পরে তাকে জানালে ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করেন। কবরগুলি ৬ মাস হতে ১ বছরের পুরনো বলে স্থানীয়রা ধারণা করছেন। কবরের পাশে মানুষের পরিত্যক্ত কাপড় পাওয়া গেছে বলে তিনি জানান। মৃত মানুষের কঙ্কাল চুরির সংবাদ ছড়িয়ে পরলে উক্ত এলাকায় উৎসুক জনতার মানুষ ভিড় লক্ষ্য করা গেছে। সংবাদ পেয়ে শুক্রবার(১১ আগষ্ট -২০২৩) রাতে উপজেলার নবাগত নির্বাহী অফিসার মো. ফজলে এলাহী, অতিরিক্ত পুলিশ সুপার( বীরগঞ্জ সার্কেল) খোদাদাদ সুমন, বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুর রাজ্জাক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার বীরগঞ্জ সার্কেল খোদাদাদ সুমন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ প্রশাসন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বীরগঞ্জে ভাড়ি যান চলাচলের কারণে ব্রীজের ভাঙ্গন জনসাধারণের ভোগান্তি
দিনাজপুরের বীরগঞ্জ গড়েয়া আঞ্চলিক সড়কের দেবীপুর নামক স্থানে দীর্ঘদিন ধরে ব্রীজ ভেঙে জনসাধারণকে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সরজমিনে দেখা যায়,ব্রীজটি মরণফাঁদে পরিণত হয়েছে। ব্রীজটির মাঝখানে ঢালাই উঠে সৃষ্টি হয়েছে বিশাল গর্তের। এতে যান চলাচলে বিঘ্ন ঘটছে। প্রায় ঘটছে ছোট-বড় দূর্ঘটনা। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের এই ব্রীজ দিয়ে নিজপাড়া, মরিচা,পলাশবাড়ী, এবং শিবরামপুর ভোগনগর, মোহনপুর ইউপির অটোচার্জার,ট্রাক্টর, ট্রাকসহ ছোট-বড় যানবাহনের পাশাপাশি হাজার হাজার মানুষ প্রতিনিয়ত চলাচল করতে গিয়ে দূর্ঘটনার শিকার হচ্ছে।
স্থানীয়রা জানান,বীরগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নের সঙ্গে ঠাকুরগাঁওয়ের গড়েয়ার সংযোগ স্থাপন করেছে এই সড়ক। সড়কের দেবীপুরে ব্রীজের মাঝখানে ভেঙে গর্ত আরও বেড়ে যাচ্ছে প্রতিনিয়তই। আঞ্চলিক সড়কের উপর দিয়ে ড্রাম ট্রাক, ট্রাক্টর সহ অতিরিক্ত মালবাহী যানচলাচলের কারণে গত কয়েকমাস আগে ব্রীজের একপাশে ভাঙ্গের সৃষ্টি হয়। সেইসময় ব্রীজটি সংস্কার ছাড়াই রাস্তার দু’পাশে স্পীড ব্রেকার স্থাপন করা হয়। এতে মোটরসাইকেল, ভ্যান-রিকশাসহ ছোট-বড় দুর্ঘটনার শিকার হতো। উক্ত এলাকার ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আলিম উদ্দিন জানান,ব্রীজটি ভাঙ্গনের ফলে এই এলাকার হাজারো মানুষ প্রতিনিয়ত ভোগান্তির পাশাপাশি যান চলাচল চরম বিঘ্ন ঘটছে। ব্রীজ নিয়ে জনমনে নেতিবাচক প্রভাব পড়েছে। এব্যাপারে নিজপাড়া ইউপর চেয়ারম্যান আনিসুর রহমান আনিস জানান,বিপজ্জনক ওই ব্রীজর ওপর দিয়ে চলাচল করছেন সাধারণ মানুষ। দুর্ঘটনাও ঘটছে। বিষয়টি উপজেলা প্রকৌশলী কে জানানো হয়েছে। এরই মধ্যে ইঞ্জিনিয়ার এসে দেখে গেছেন। শুনেছি শিগগিরই ব্রীজটির ভাঙা অংশ মেরামত করা হবে।