সিনিয়র রিপোর্টার মোঃ আব্দুর রাজ্জাক।
পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার দূহসূহ গ্রামের রাণীগঞ্জ বাজারের দক্ষিনেশ্বর দেবত্তোর এস্টেট পটেশ্বরী কালিবাড়ি মন্দিরের, দূহসূহ মৌজার, ১১১৩ নং দাগের ৯৮ শতক জমি জোর পূর্বক বেদখল দেওয়ার চেষ্টা করছে এলাকার কিছু কুচক্রী মহল প্রশাসনের সহায়তায়।
বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি ও গ্লোবাল হিউম্যান রাইটসের উপদেষ্টা অ্যাড রবীন্দ্র ঘোষসহ একটি মানবাধিকার প্রতিনিধিদল উক্ত বিষয়ে গত (৪ আগস্ট ২০২৩) সরজমিনে তদন্তে যান এবং তদন্ত কালে জানতে পারেন যে উল্লেখিত ৯৮ শতক জমি হিন্দু সম্প্রদায়ের দেবত্তোর সম্পত্তি, এই জমি বেদখল দেওয়ার জন্য এলাকার কিছু কুচক্রী মহল উপজেলা নির্বাহী অফিসারের সহায়তায় জোর পূর্বক দখল করার পাঁয়তারা করতে ছিল, এরই ধারাবাহিকতায়, উক্ত মন্দিরের সেবায়েত রবীন্দ্র নাথ বর্মন বাদী হয়ে, বিজ্ঞ আটোয়ারী সহকারী জজ আদালত পঞ্চগড়ে ৫৭/২০২২ নং অন্য মোকদ্দমায়,উপজেলা নিবার্হী অফিসার,ভুমি সহকারী কর্মকর্তা,ও তশিলদার গনকে বিবাদী করে একটি মোকদ্দমা দায়ের করেন।
পরবর্তীতে মামলার বাদী বিগত (১৪ সেপ্টেম্বর ২০২২) ইং তারিখে নিষেধাজ্ঞা চেয়ে বিজ্ঞ আদালতে আবেদন করলে বিজ্ঞ আদালত গত (১ নভেম্বর ২০২২) ইং তারিখে নিষেধাজ্ঞার আবেদনটি মঞ্জুর করে উক্ত জমির উপরে নিষেধাজ্ঞা প্রদান করেন, নিষেধাজ্ঞা প্রদানের পর গত (১৪ জুন ২০২৩) ইং তারিখে বিবাদীদের সহায়তা এলাকার কিছু কুচক্রী মহল বিরোধী জমিতে কংক্রিটের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মাটি ভরাট কাজ শুরু করেন।
উক্ত বিষয়ে বি, ডি, এম, ডাব্লুর জেলা সভাপতি গৌউরহরী,বি ডি এম ডাব্লুর বাংলাদেশ সভাপতি অ্যাড রবীন্দ্র ঘোষকে ঘটনার বিষয়ে অবগত করলে তিনি উপজেলা নিবার্হী অফিসারের নিকট মোবাইল ফোনের মাধ্যমে ঘটনার বিষয় জানতে চাইলে তিনি বলেন,জেলা প্রশাসককে বলেন নির্বাহী অফিসার কোনো সতউত্তর দিতে পারেননি।
তদন্তকালে মন্দিরের সেবায়েতসহ এলাকার সনাতন ধর্মাবলম্বীরা তদন্ত টিমের নিকট আইনি ভাবে জমি উদ্ধারের সহায়তা চেয়েছেন। অ্যাড রবীন্দ্র ঘোষ জেলা প্রশাসক মহোদয়কে বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞার বিষয়টি মোবাইল ফোনের মাধ্যমে জানালে তিনি কোনো সতউত্তর দিতে পারেননি তবে তিনি বলেছেন যে কাজ বন্ধ করে দিব।
বি ডি এম ডাব্লুর সভাপতি জানান যে, এখানে বিজ্ঞ আদালতকে অবমাননা করা হয়েছে, আদালতের নিষেধাজ্ঞা না মেনে জোর পূর্বক জমি দখলের চেষ্টা করা হয়েছে, তাই বি ডি এম ডাব্লু তদন্ত টিমের খরচের ক্ষতিপূরণ দাবি করছেন।
পরবর্তীতে মন্দিরের সেবায়েত রবীন্দ্র নাথ বর্মন বিবাদীদের বিরুদ্ধে উক্ত ঘটনার বিষয়ে গত (৪ আগস্ট ২০২৩) অটোয়ারী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
বি ডি এম ডাব্লুর সভাপতিসহ তদন্ত টিম উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর যেনো না হয় সেই বিষয়ে আহ্বান জানান। থানায় অভিযোগ দায়ের করলেও এরিপোর্ট লেখা পর্যন্ত থানা অফিসার ইনচার্জ এখনো কোন পদক্ষেপ নেন নি।
বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি অ্যাড রবীন্দ্র ঘোষ তদন্ত সাপেক্ষে এই সব তথ্য রিপোর্টারকে জানান।