বিগত ০৮/০৮/২০২৩ই চট্রগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে বারের সভাপতি সাধারণ সম্পাদকের উপস্হিতিতে ধর্মান্তকরনে নামে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার প্রতিবাদে নিপীড়ণ বিরোধী আইনজীবী মঞ্চের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ কোর্ট বিল্ডিংস্হ সোনালী ব্যাংক চত্বরে অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা বারের সাবেক সভাপতি ও সাধারন সম্পাদক অ্যাডভোকেট সালেহ্উদ্দীন হায়দার সিদ্দিকী, সাবেক সাধারন সম্পাদক অ্যাডভোকেট আকতার কবীর চৌধুরী, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মুজিবুল হক, এডভোকেট যীশু কৃষ্ণ রায়, অ্যাডভোকেট বিশুময় দেব। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ” শত বছরে ঐতিহ্যের ধারক চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বর্তমান কমিটির সভাপতি, সাধারন সম্পাদকের উপস্থিতি তে প্রকাশ্যে বাহিরের লোককে বারের অডিটোরিয়ামে ধর্মান্তরের অনুষ্ঠান সাধারন আইনজীবীদেরকে মর্মাহত ও বিস্মিত করেছে।
একই সাথে বারের শত বছরের ঐতিহ্যের অসাম্প্রদায়িক চেতনাকে কুঠারাঘাত করেছে। যারা এ ঘটানায় জড়িত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।” সভা সভাপতিত্ব করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ভুলন লাল ভৌমিক, সভা পরিচালনা করেন অ্যাডভোকেট আমীর আব্বাস তাপু।