সিনিয়র রিপোর্টার মোঃ আব্দুর রাজ্জাক।
বগুড়ার গাবতলীর সুখানপুকুর ইউপির নতুন পাড়া গ্রামের মৃত বেনী মাধবের স্ত্রী চঞ্চলা রানী তিন ছেলে নিয়ে বসবাস করেন বড় ছেলে বিপ্লব পুলিশের চাকরি করে মেঝ ছেলে পলাশ দই মিষ্টির কারিগর ছোট ছেলে উজ্জ্বল ইলেকট্রনিক কাজ করেন।
বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি অ্যাড রবীন্দ্র ঘোষ জানান, এজাহার ও ঘটনার বিবরণে জানা যায়, উপজেলার নতুন পাড়া গ্রামের মহিদুল ইসলাম চঞ্চলা রানীর বাড়ীতে কামলার কাজ করত এরই সুবাদে গত (৬ জুলাই ২০২৩) সকাল অনুমান ১০.০০ মিনিট সময়ে চঞ্চলা রানী বাড়ীতে একা থাকার সুযোগে মহিদুল বাড়ীতে ঢুকে তাঁর শয়নকক্ষে প্রবেশ করে পেছন থেকে জড়িয়ে ধরে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি ঘটায় তখন চঞ্চলা রানীর আত্মচিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসিলে মহিদুল দ্রুত পালিয়ে যায়।
উক্ত ঘটনার বিষয়টি চঞ্চলা রানী তাঁর ছোট ছেলে উজ্জ্বলকে মোবাইল ফোনের মাধ্যমে জানালে, গত (৭ জুলাই ২০২৩) উজ্জ্বল বাড়ীতে আসে মায়ের নিকট ঘটনার বিষয়ে বিস্তারিত শুনার পর, উজ্জ্বল আসামি মহিদুলের নিকট জিজ্ঞাসা করলে যে উক্ত ঘটনা কেনো ঘটিয়েছে কথা কাটাকাটির এক পর্যায়ে, আসামি মহিদুলসহ অন্যান্য আসামিরা হাতে লোহার জিআই পাইপ, বাঁশের লাঠি কাঠের বাটাম নিয়ে উজ্জ্বলকে ধাওয়া করে তখন উজ্জ্বল দৌড়ে নিজ বাড়ীতে আসেন, আসামিরা পেছন পেছন ধাওয়া করে বাড়ীতে ঢুকে উজ্জ্বলকে এলোপাথাড়ি মারপিট করে নিলা ফুলা জখম করে উক্ত সময় উজ্জ্বলের মা চঞ্চলা রানী ছেলেকে বাঁচানোর জন্য আগাইতে গেলে তাঁকেও মারপিট করে নিলা ফুলা জখমসহ বাড়ীর দরজা জানালা পিটাইয়া ভাংচুর করে, তখন মা ছেলের আত্মচিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসে তাঁদেরকে উদ্ধার করে এবং চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করায়।
পরবর্তীতে চিকিৎসা শেষে শ্রীমতি চঞ্চলা রানী বাদী হয়ে, ৪ জনকে আসামি করে গত (৮ জুলাই ২০২৩) থানায় একটি মামলা দায়ের করেন, মামলা নং ৮।
আসামিরা হলেন, উপজেলার, সুখানপুকুর ইউপির,নতুন পাড়া গ্রামের, মৃত পুকরু আকন্দের পুত্র ১। মহিদুল ইসলাম (৪৫), মহিদুল ইসলামের পুত্র ২। জিয়ারুল ইসলাম (২২),
মাহফুজার রহমানের পুত্র ৩।মোঃ জিহাদ ইসলাম (২১), মহিদুল ইসলামের স্ত্রী ৪। মোছাঃ জেসমিন আক্তার (৩৫)।
বি ডি এম ডাব্লুর সভাপতি জেলা পুলিশ সুপার ও থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকারের নিকট ঘটনার বিষয় জানতে চাইলে ওনারা বলেন থানায় মামলা নেওয়া হয়েছে, আসামিরা মাননীয় হাইকোর্ট থেকে জামিন নিয়ে নিয়েছে।