রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে প্রতিবন্ধী ও দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পায়রাবন্দ জনকল্যাণ উন্নয়ন সংস্থার উদ্যোগে বৃহস্পতিবার (২৮সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে শতাধিক প্রতিবন্ধী নারী-পুরুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পায়রাবন্দ জনকল্যাণ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কবির হোসেন, সদর উপজেলা ভাইসচেয়ারম্যান আব্দুর রব সরকার রাজু, সাংবাদিক শ্যামল ভৌমিক, কুড়িগ্রাম উন্নয়ন ফোরামের আহ্বায়ক সাংবাদিক আতাউর রহমান বিপ্লব, মরিয়ম চক্ষু হাসপাতালের প্রোগ্রাম কো-অর্ডিনেটর অরবিন্দু রায়, জনকল্যাণ প্রকল্পের পরিচালক রঞ্জু সরকার প্রমূখ।
এ সময় ঘোষণা করা হয় দরিদ্র প্রতিবন্ধী পরিবারের জন্য ৫টি মিশুক অটো রিক্সা দেয়া হবে।