শনিবার, ১৮ মে ২০২৪, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
Logo বীরগঞ্জে মাদক বিক্রেতা স্বামী স্ত্রী সহ আটক ৩ Logo রংপুর বিভাগের শ্রেষ্ঠ এএসআই কুড়িগ্রাম সদর থানার শাহিন Logo নড়াইলের লোহাগড়ায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন ও প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo নির্বাচনি আচরণবিধি লঙ্গন চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলামের সমর্থকে ৫ হাজার টাকা জরিমানা Logo ভুট্টার বাম্পার ফলনে লাভের স্বপ্ন দেখছেন,বীরগঞ্জের ভুট্টা চাষীরা Logo সমস্ত জাতিবেদ প্রথা বিলুপ্তিতে শ্রীচৈতন্যদের ভূমিকা অপরিসীম Logo চট্টগ্রামে মানবাধিকার কর্মী জুয়েল আইচ এর নামে বিভিন্ন ফেইক আইডি থানায় জিডি Logo লাঙ্গল বন্দ স্নান উৎসবে সনাতনী সেচ্ছাসেবী ফাউন্ডেশনের সেবা দানে প্রসংশায় পঞ্চমুখ তীর্থযাত্রীবৃন্দ Logo বন্দরনগরী চট্টগ্রামে সনাতনী সেচ্ছাসেবী ফাউন্ডেশনের শরবত বিতরণ Logo টিআইসিতে বাগীশ্বরী সংগীতালয়ের বর্ণাঢ্য বর্ষপূর্তি অনুষ্ঠান

টিআইসিতে বাগীশ্বরী সংগীতালয়ের বর্ণাঢ্য বর্ষপূর্তি অনুষ্ঠান

যীশু সেন / ৫৫ বার পঠিত
আপডেট : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ৭:২৭ অপরাহ্ণ

 

যীশু সেন :
প্রফেসর ড. সুকান্ত ভট্টাচার্য বলেন- বাগীশ্বরীর সঙ্গীতালয়ে শিক্ষার্থীরা শুদ্ধ সংগীত চর্চার মধ্য দিয়ে অসাম্প্রদায়িক আলোকিত মানুষে রূপান্তরিত হবে এবং জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা আর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। তিনি বলেন সংগীত আমাদের মনুষ্যত্বের প্রভায় প্রদীপ্ত ও নান্দনিকবোধে ঋদ্ধ। সুকুমার বৃত্তি সম্পন্ন উদার মহৎ প্রাণ মানবিক মানুষের পরিণত করে। তিনি আরো যুক্ত করেন সংগীতের প্রতি সহজজাত অনুরাগের কারণে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গান “আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি “কে জাতীয় সংগীত এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অনবদ্য গান “চল চল চল “আমাদের রণ সংগীতে মর্যাদা দান করেছেন। এক কথায় সংগীত আমাদের স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ করে। যেমনটা করেছিল একাত্তরের আগুন ঝরা দিনগুলোতে। সংগীত আমাদের পূর্ণাঙ্গ মানুষের পরিণত করে। দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানে সমাপনী দিনে গত ২৪ এপ্রিল বধুবার সন্ধ্যায় চট্টগ্রামস্থ থিয়েটার ইনস্টিটিউট (টিআাইসি) মিলনায়তনে বাগীশ্বরী সংগীতালয়ের ১৯ বছর পূর্তিতে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সংগীতানুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে একথা বলেন। বাগীশ্বরী সংগীতালয়ের সভাপতি লায়ন কৈলাশ বিহারী সেনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান ও সিনেট সদস্য প্রফেসর ড. সুকান্ত ভট্টাচার্য। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দক্ষিণের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: আশরাফুল করিম। তিনি বলেন- সংগীত মানুষের মাঝে নান্দনিকতা ও স্বপ্নময় অনুভূতির সঞ্চার করে। আপনাদের ছেলে-মেয়েদের শিক্ষার পাশাপাশি সৃজনশীল সংস্কৃতি সামাজিক কর্মকান্ডে যুক্ত রাখুন। ভালো কাজের মধ্য দিয়ে একজন ভালো মনের মানুষ হয়ে সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাচিক শিল্পী অদিতি সাহার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বাগীশ্বরী সংগীতালয়ের অধ্যক্ষ রিষু তালুকদার, শুভেচ্ছা বক্তব্য রাখেন বাগীশ্বরী বর্ষপূর্তি উদযাপন পরিষদের সমন্বয়ক সাংবাদিক যীশু সেন, বক্তব্য রাখেন আহ্বায়ক প্রকৌশলী রিমন সাহা, সদস্য সচিব প্রিয়তোষ নাথ, ব্যাংকার উৎপল চক্রবর্তী, শিক্ষক পলাশ দে প্রমূখ। প্রধান আলোচক প্রফেসর ড. সুকান্ত ভট্টাচার্য আরো বলেন- সংস্কৃতি ছাড়া পূর্ণাঙ্গ মানুষ হওয়া যায়না। সংস্কৃতিতে আছে তৃপ্তি। যিনি গান ধারণ করে হৃদয়ে, তিনি মানুষের জন্য কাজ করে। সংগীত যে ভালোবাসে, সে মানুষকে ভালোবাসে। সব মানুষের কণ্ঠে সুর আসে না, বিধাতা খুব কম মানুষকে সুরের যাদু দিয়ে তৈরি করেন। যেখানে সংগীত নেই, সেখানে বেঁচে থাকার আনন্দ নেই। সংগীত মানুষের ব্যক্তিত্ব গঠনেও অগ্রণী ভূমিকা পালন করে।
বাগীশ্বরী সংগীতালয়ের ছাত্র-ছাত্রীদের রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেন, পল্লী কবি জসিম উদ্দীন গ্রুপে টিআইসিতে প্রায় ৩০০ জন ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ছিল সমবেত সংগীত, একক ও দ্বৈত সংগীত পরিবেশন করেন। দুই দিনব্যাপী সংগীত পরিচালনায় ছিলেন সংগীত শিল্পী রিষু তালুকদার। বাগীশ্বরীর বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ মেধা তালিকায় ভিত্তিতে ক্রেস্ট ও সকল অতিথিমণ্ডলীদের সম্মাননা স্মারক দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

Theme Customized By Theme Park BD